এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড়সড় অঘটন বিশ্ব ক্রিকেটে। আসন্ন আইসিসি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শনিবার হারারেতে ২০২৩ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে স্কটল্যান্ডের কাছে সাত উইকেটে পরাজিত হল উইন্ডিজ।
যোগ্যতা অর্জন করার ক্ষীণতম আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জিততেই হত ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮১ রানে অল আউট হয়ে যায় তারা। জেসন হোল্ডার সর্বোচ্চ ৪৫ রান করেন, এদিকে রোমারিও শেপার্ড (৩৬) ও ব্র্যান্ডন কিং (২২) কিছুটা সঙ্গত দেন।
কিন্তু স্কটল্যান্ডের হয়ে দুরন্ত বোলিং করেন ব্র্যান্ডন ম্যাকমুলেন, ৩২ রান দিয়ে তিন উইকেট নেন। এদিকে বলের সাথে ব্যাটেও কার্যকরী ভূমিকা নেন ম্যাকমুলেন। ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তবে ইনিংসটিকে এগিয়ে নিয়ে যান ম্যাথু ক্রস, অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। আর এর ফলে ৪৩.৩ ওভারে প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা তুলে নেয় স্কটরা।
এর ফলে সুপার সিক্সে দুই ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই ম্যাচ জিতলেও ক্যারিবিয়ানদের পয়েন্ট হবে ৪, যেখানে শ্রীলঙ্কা ও জিম্বাবওয়ের ইতিমধ্যেই তিন ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে। ফলে ১৯৭৫ ও ১৯৭৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৪ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপজয়ী দেশ ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল।