এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কয়েক দিন ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ঘিরে নানান বিতর্ক সামনে আসছে। খেলোয়াড়দের বেতন না দেওয়া থেকে শুরু করে হোটেল ছাড়তে বলা, বিতর্ক চলছেই বাংলাদেশের টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার উঠে এল সব থেকে বড় অভিযোগ, গড়াপেটার।
একাধিক রিপোর্ট অনুযায়ী, নিজেদের সূত্র থেকে খবর পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা বিপিএলের ৮টি ম্যাচ পর্যবেক্ষণ করে, আর সেখানে ১০ জন ক্রিকেটারের উপর সন্দেহ তৈরি হয়েছে। যা জানা গিয়েছে, এই ১০ ক্রিকেটারের মধ্যে ৬ জন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। ২ জন হলেন বিদেশি ক্রিকেটার, আর বাকি ২ জন জাতীয় দলে সুযোগ পাননি এখনও।
এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুখ আহমেদ বলেছেন, "এই বিষয়ে একটা নিয়মনীতি মেনে চলতে হয়, তাই আমি সরকারিভাবি কোনও বিবৃতি এই বিষয়ে দিতে পারি না। গোটা প্রতিযোগিতা জুড়ে যা হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি এবং তার পরেই তদন্ত করা হবে। যদি এই তদন্তের সময় কিছু সামনে উঠে আসে, তাহলে এর জন্য যে কড়া শাস্তি রয়েছে, তা সবাই জানে। আমরা যদি অপরাধের প্রমাণ পাই, তাহলে ওদের জীবন কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। আমরা কাউকে ছাড়ব না। এমন সিদ্ধান্ত নেওয়া হবে যাতে সবার জন্য সেটা একটা উদাহরণ তৈরি করে।"
যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগে গড়াপেটার অভিযোগ এই প্রথম নয়, এর আগে ২০১২ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল।