এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আর সেখানে বড়সড় অর্থ পেল কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তর। ২০২৫-২৬ সালের জন্য এই দপ্তর বরাদ্দ পেল মোট ৩৭৯৪.৩০ কোটি টাকা, যা গতবারের থেকে ৩৫১.৯৮ কোটি টাকা বেশি।
আর এই অর্থবৃদ্ধিতে সব থেকে বেশি লাভবান হয়েছে খেলো ইন্ডিয়া প্রকল্প, যেখানে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। গত বছর অর্থের পরিমাণ ছিল ৮০০ কোটি টাকা। লাভবান হয়েছে জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিও, যাদের কাছে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গতবারের থেকে ৬০ কোটি টাকা বেশি।
কিন্তু এই অর্থবৃদ্ধি অবশ্যই প্রশ্ন তুলেছে যেখানে আগামী এক বছরে অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমসের মত বড় ইভেন্ট নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের জন্য মরিয়া কেন্দ্রীয় সরকার। আর সেই কারণে ক্রীড়াখাতে বড়সড় অর্থপ্রদানের সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। ইতিমধ্যেই আয়োজনের ইচ্ছাপ্রকাশে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চিঠি দিয়েছে ভারত সরকার।