এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি২০ আন্তর্জাতিক ম্যাচে ফিরেছিলেন তারকা পেসার মহম্মদ শামি। সেই ম্যাচে ৩ ওভারে ২৫ রান দিলেও একটি উইকেট পাননি শামি। কিন্তু পরের ম্যাচেই তাকে বসিয়ে দেওয়া হয়, যার ফলে জল্পনা তৈরি হয়েছিল শামির ফিটনেস নিয়ে।
তবে এই নিয়ে অত্যন্ত ভালো আপডেট দিলেন ভারতীয় পুরুষ দলের বোলিং কোচ মর্নে মর্কেল। তিনি ইঙ্গিত দিলেন, সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ মুম্বাইতে দলে ফিরতে পারেন শামি। এছাড়াও শামির অন্তর্ভুক্তি দলকে কতটা সাহায্য করেছে, সেটি নিয়েও কথা বলেছেন মর্কেল।
মর্কেল বলেছেন, "শামি খুব ভালো বল করছে, ওয়ার্ম-আপে নজর কেড়েছে, তাই ও আসায় আমি খুশি। সম্ভবত পরের ম্যাচে সুযোগ পাবে, আমরা দেখব পরিস্থিতি কেমন, কিন্তু ওকে দলে পেয়ে খুব ভালো লাগছে।"
এরপর মর্কেল বলেছেন, "অনুশীলনে শামি যে অভিজ্ঞতা ও নিজের জ্ঞান প্রদান করেন, এটা আমাদের তরুণ বোলিং বিভাগের জন্য এবং ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত বড় লাভ। তাই শামিকে পেয়ে খুব ভালো লাগছে।"