চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামছে চেন্নাই! অবসর ঘোষণা করবেন মাহি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৫ বছরটি চেন্নাই সুপার কিংসের জন্য একপ্রকার দুঃস্বপ্নের মতো কেটেছে। এবছরের মতো রবিবারই শেষ ম্যাচ খেলতে চলেছে ধোনির চেন্নাই। তবে এদিনই কি শেষবারের মত হলুদ জার্সিতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে?
আগামী বছর প্রাক্তন ভারত অধিনায়ককে আইপিএলে খেলতে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশার মধ্যেই ধোনি কয়েকদিন আগেই জানিয়েছিলেন, ‘‘দু’আড়াই মাসের কঠোর পরিশ্রমের পর ভাবার অনেকটা সময় পাব। সাত-আট মাস ক্রিকেট থাকবে না। দেখতে হবে শরীর ধকল নিতে পারবে কিনা। আগামী বছর নিয়ে তখন ভাবা যাবে।’’
ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা কী এ ব্যাপারে গুজরাট ম্যাচের আগের দিন সিএসকে'র সহকারী কোচ শ্রীধরণ শ্রীরাম বলেন, "এই বিষয়ে বেশি কিছু জানি না। ভবিষ্যতে কী হতে চলেছে, সে ব্যাপারেও বলতে পারব না।"
চলতি আইপিএলে ১৩টি ম্যাচ খেলে মাত্র ৩ টে জয় পেয়েছে চেন্নাই। পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে ৫ বারের চ্যাম্পিয়নেরা। প্রথম বার টানা দু’বছর প্লে-অফে উঠতে পারল না ধোনির চেন্নাই।