যোগ্যতা অর্জন না করলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত! কীভাবে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১১-১৫ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গত বর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজিত হয়ে ফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয়েছিল ভারত। তা সত্ত্বেও ফাইনালে দেখা যাবে ভারতকে! কীভাবে?
প্রত্যক্ষভাবে না থাকলেও, এই ফাইনালের পরিচালনায় থাকবেন দুই ভারতীয় প্রতিনিধি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন দিকপাল পেসার জাভাগাল শ্রীনাথ। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের অন্যতম সেরা আম্পায়ার নীতিন মেনন।
আইসিসির তরফ থেকে আসন্ন ফাইনালের জন্য ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে অন ফিল্ড আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলব্রো।