ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জার্সিতে এবার খেলবেন ভারতের রাহুল কেপি! কীভাবে? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শুক্রবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ঘোষণা করেছে যে ভারতীয় উইঙ্গার রাহুল কে.পি., প্রিমিয়ার লিগের এই দলের হয়ে আমেরিকায় হতে চলা একটি সাত-জনের ফুটবল টুর্নামেন্টে খেলবেন।
২৫ বছর বয়সী রাহুল ভারতের ওড়িশা এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলেন এবং ‘ব্লু টাইগার্স’-এর হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ‘দ্য সকার টুর্নামেন্ট’ (TST)-এ অংশ নেওয়া প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন।
ভারতীয় ফুটবলের জন্য বড় খবর! ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে দ্য সকার টুর্নামেন্টে খেলবেন ভারতীয় ফুটবলার রাহুল কেপি।#RahulKP #WestHamUnited #EPL #TST #IndianFootball #XtraTimeBangla pic.twitter.com/1bu7daAR0b
— XtratimeBangla (@XtratimeB) May 24, 2025
লন্ডন-ভিত্তিক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড একটি ভিডিও বার্তায় রাহুলের বক্তব্য শেয়ার করেছে, যেখানে তিনি বলেন, “হ্যালো, হ্যামার্স ভক্তরা! আমি রাহুল কে.পি. এই গ্রীষ্মে TST-তে ওয়েস্ট হ্যামের হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। দেখা হবে খুব শীঘ্রই। কাম অন ইউ আয়রনস।”
টিএসটি একটি ৭-জনের ফুটবল টুর্নামেন্ট যেখানে বিজয়ী দল জিতবে ১ মিলিয়ন ডলারের পুরস্কার। ২০২৫ সালের আসরে ১২টি গ্রুপে মোট ৪৮টি দল অংশ নেবে। এদের মধ্যে রয়েছে এএফসি বোর্নমাউথ, ভিয়ারিয়াল সিএফ, বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাথলেটিকো দে মাদ্রিদের মতো ক্লাবও। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডও অংশগ্রহণকারী দলগুলোর একটি।
এই সপ্তাহব্যাপী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ক্যারি শহরে। এই টুর্নামেন্টের প্রথম সংস্করণ হয়েছিল ২০২৩ সালে।
রাহুলের চোখ ধাঁধানো ড্রিবলিং কৌশল, অসাধারণ গতি এবং দুই পায়েই সমান দক্ষতার সঙ্গে বল নিয়ন্ত্রণের ক্ষমতা নিঃসন্দেহে দেখার মতো। এবার তিনি টিএসটিতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় জেমস কলিন্স, রিকার্ডো ভাজ তে এবং মাউরো জারাতের সঙ্গে একত্রিত হবেন। ওয়েস্ট হ্যামকে গ্রুপ জি-তে রাখা হয়েছে, যেখানে তাদের সঙ্গে রয়েছে লা লিগার ভিয়ারিয়াল সিএফ, টেনফিফটিন এফসি এবং ব্রাউন বলার্স এফসি।