রোহিত-বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে বড় বার্তা দিলেন গৌতম গম্ভীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী রোহিত শর্মা ও বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীরা আশঙ্কা করছেন, হেড কোচ গৌতম গম্ভীরের অঙ্গুলিহেলনে এমনটা হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং গম্ভীর নিজেই।
একটি সাক্ষাৎকারে এসে গম্ভীর বলেছেন, "আমার মনে হয় আপনি কখন এই খেলা শুরু করবেন আর কখন শেষ করতে চান, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কারোর অধিকার নেই কাউকে অবসরের জন্য বলা, সে কোচ হোন বা নির্বাচক বা দেশের কেউ। এই সিদ্ধান্তটা নিজের মধ্যে থেকে আসে।"
আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত, সেখানে রোহিত ও বিরাটের অনুপস্থিতি কতটা চিন্তায় ফেলবে দলকে? এই নিয়ে গম্ভীর বলেছেন, "কঠিন কাজ হবে আমাদের জন্য, তবে বাকিরাও দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। কেউ একজন সরে গেলে অপর একজনের কাছে সুযোগ থাকে দেশের জন্য কিছু করার।"