কালীঘাটকে হারিয়ে জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার জেসি মুখার্জি টি২০ ট্রফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। শুক্রবার ইডেন গার্ডেন্সে হওয়া ফাইনালে কালীঘাট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুণ ব্রিগেড।
প্রথমে ব্যাট করতে নেমে শুভম চ্যাটার্জি (২৬ বলে ৫০) ও সায়ন শেখর মন্ডল (৪১ বলে ৬২) এর দুরন্ত ব্যাটিংয়ে কালীঘাট ২০ ওভারে ১৭৯/৭ স্কোর তোলে। মোহনবাগানের হয়ে ৩টি উইকেট নেন প্রদীপ কুমার। বাকি উইকেটগুলি নেন সৌরভ হালদার, সায়ন ঘোষ, এস যাদব ও বিকাশ সিং।
জবাবে ১ ওভার বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। মিডল অর্ডারে ঝোড়ো ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামি (২৮ বলে ৬২)। এছাড়া গিতাংশ খেরা (২৩ বলে ৩৯) ও উইকেটকিপার শুভঙ্কর বল (১৬ বলে ৩১) প্রয়োজনীয় ইনিংস খেলেন। কালীঘাটের হয়ে দুটি করে উইকেট নেন অরুণ চাপরানা ও কৌশিক মাইতি।