মাঠে নামলেন, গোল করলেন, বিদায় নিলেন - নেইমারের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চোট সারিয়ে অনেক দিন পর আবারও মাঠে নামলেন নেইমার, গোলও করলেন, কিন্তু দলকে জেতাতে পারলেন না। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবির বিরুদ্ধে দ্বিতীয় লেগে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় নেইমারের দল স্যান্টোস।
১-১ গোলে শেষ হওয়া প্রথম লেগের পর দ্বিতীয় লেগের ৬৬ মিনিটে মাঠে নামেন নেইমার। কিন্তু গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে নেইমার গোল করলেও স্যান্টোস হেরে যায় ৫-৪ গোলে।
আর এই হারের পর হতাশ হয়ে সতীর্থদের দায়ী করলেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার জানান, তাঁর উপরেই নির্ভর রয়েছে গোটা স্যান্টোস দল। এদিকে স্যান্টোসের সাথে চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন, কিন্তু চুক্তি নবীকরণ নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি নেইমার।