ইউরোপা লিগ জিতিয়েও পদক জুটল না টটেনহ্যাম অধিনায়ক সনের! কারণ জানলে অবাক হবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রথমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে টটেনহ্যাম হটস্পার। ১৭ বছর পর কোনও শীর্ষস্থানীয় খেতাব জেতা টটেনহ্যামের কাছে এই দিনটি ছিল স্পেশ্যাল। কিন্তু যার অধিনায়কত্বে ইউরোপ সেরা হয়েছে স্পার্স, সেই সন হিউন মিন পেলেন না চ্যাম্পিয়নের পদক।
ট্রফি নেওয়ার আগে যখন ফুটবলার-কোচেদের গলায় পদক দিচ্ছিলেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন, সেই সময়ে দেখা যায় পদকের ট্রে ফাঁকা। যার জন্য সবার শেষে আসা মিডফিল্ডার রড্রিগো বেন্টাঙ্কুর, সহ-অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো ও অধিনায়ক সনকে শুধু আলিঙ্গন করে ছেড়ে দেন সেফেরিন।
তবে এর জন্য টটেনহ্যামকে দায়ী করছে আয়োজক উয়েফা। তাদের দাবি, টটেনহ্যামের বেশি খেলোয়াড় উঠে যাওয়াতে এই বিপত্তি ঘটেছে। সাধারণত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০টি করে পদক দেয়। তবে উয়েফা দুই ক্লাবকে আগেই জানিয়েছিল, পুরষ্কার বিতরণী মঞ্চে ৩০টি পদক দেওয়া হবে, বাকি ২০টি দেওয়া হবে পরে।
টটেনহ্যাম সেই সময়ে নিজেদের স্কোয়াডের ২৩ জন ফুটবলারের পাশাপাশি চোটের কারণে খেলতে না পারা জেমস ম্যাডিসন, ডেজান কুলুসেভস্কি ও লুকাস বের্গভালকেও মঞ্চে আনে। এই তিনজনের জন্য পদক পাননি সন, রোমেরো ও বেন্টাঙ্কুর। তবে উয়েফা জানায়, ড্রেসিংরুমে বাকি পদকগুলি দিয়ে দেওয়া হয়েছে।