ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রকৃত বয়স ৪০ হলেও আসলে তাঁর বয়স আরও কম! জানুন সত্যিটা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স ৪০ বছর। তবুও যে ফিটনেস ও উদ্যম নিয়ে সৌদি প্রো লিগে আল নাসের ও আন্তর্জাতিক মঞ্চে পর্তুগালের হয়ে খেলছেন রোনাল্ডো - তা সত্যিই অবাক করার মত। তবে এই অসাধারণ ফিটনেসের অন্যতম বড় রহস্য প্রকাশ পেল। রোনাল্ডোর প্রকৃত বয়স ৪০ হলেও, তাঁর জৈবিক বয়স আসলে ২৮.৯ বছর। যা প্রকৃত বয়স থেকে ১০ বছর কম।
'হুপ' নামে একটি ফিটনেস প্রযুক্তি সংস্থা এই তথ্যটি সামনে এসেছে। বলা বাহুল্য, এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে জুড়েছেন রোনাল্ডো। প্রকৃত বয়স জন্ম তারিখ দিয়ে হিসেব করা গেলেও, জৈবিক বয়স হিসেব করার ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। উন্নত প্রযুক্তির সেন্সর ব্যবহার করে হৃদস্পন্দনের পরিবর্তনশীলতা, ঘুম এবং রিকভারির মত একাধিক মনস্তাত্ত্বিক বিষয় দেখা হয়। সেখান থেকে সেই মানুষের স্বাস্থ্য ও ফিটনেস দেখে একটি বয়স নির্ধারিত করা হয়।
সেখানে ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই ফলাফল সত্যিই অবাক করে দেওয়ার মত। নিজেও অবাক হয়ে রোনাল্ডো বলেছেন, "ভাবতেই পারছি না এত ভালো এসেছে, ২৮.৯।" এরই সাথে রোনাল্ডো জানিয়ে দেন, পেশাদার ফুটবলে আরও ১০ বছর খেলতে চান তিনি।