দুর্বিষহ মরশুমের পর সাংবাদিকের সাথে লড়াই লাগল ঋষভ পন্থের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের ইতিহাসের সব থেকে দামী ক্রিকেটার হিসেবে লখনউ সুপার জায়ান্টসে এসেছিলেন তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। কিন্তু নেতৃত্ব হোক বা ব্যাট হাতে পারফর্মেন্স - আইপিএল ২০২৫ এ সব জায়গায় ব্যর্থ পন্থ। এবার এক সাংবাদিকের সাথে সোশ্যাল মিডিয়ায় লড়াই লাগল পন্থের।
নিজের এক্স হ্যান্ডেলে বৈভব ভোলা নামের এক সাংবাদিক পোস্ট করেছিলেন, আগামী আইপিএলের আগে ঋষভ পন্থকে ছেড়ে দিতে পারে লখনউ সুপার জায়ান্টস। কারণ হিসেবে তিনি লেখেন, লখনউ ম্যানেজমেন্টের মনে হয়েছে পন্থের ২৭ কোটি দামটি বড্ড বেশি। এই পোস্টের কড়া নিন্দা করেন ঋষভ পন্থ।
নিজের এক্স হ্যান্ডেলে গত ২২ মে পন্থ লিখেছেন, "আমি বুঝতে পারি ভুয়ো খবর কন্টেন্টকে অনেক বেশি ছড়াতে সাহায্য করে, কিন্তু এই নিয়ে গুঞ্জন না ছড়ানোই ভালো। অ্যাজেন্ডা দিয়ে ভুয়ো খবর তৈরির থেকে একটু বুদ্ধি আর সঠিক খবর বরং অনেক বেশি সাহায্য করবে। আশা করি আপনার দিনটি ভালো কাটবে। সোশ্যাল মিডিয়ায় আমরা কি পোস্ট করি সেই বিষয়ে আমরা যেন সতর্ক হই।"
তবে এর পাল্টা জবাব দিতে ছাড়েননি সেই সাংবাদিক। তিনি লিখেছেন, "হাই ঋষভ। আমার মনে হয় না আপনি লখনউ সুপার জায়ান্টসের হয়ে সিদ্ধান্ত নেন। আপনি অধিনায়ক থাকবেন কি থাকবেন না, সেটি এলএসজি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। ওদেরই বরং সব গুঞ্জন মিটিয়ে দিতে দিন। অধিনায়ক হিসেবে আইপিএল ২০২৫ এ শেষ দুটি ম্যাচ উপভোগ করুন।"
Hi Rishabh,
— Vaibhav Bhola ???????? (@VibhuBhola) May 22, 2025
I don't think you call shots in LSG.
You will remain captain or not, it will be decided by LSG management. Let them clear the air.
Thank you and enjoy last 2 matches of IPL 2025 as captain.
ব্যাট হাতে ১২ ইনিংসে মাত্র ১৫১ রান করেছেন পন্থ, যেখানে গড় মাত্র ১৩.৭৩। অন্যদিকে পন্থের নেতৃত্বে লখনউ ইতিমধ্যেই প্লেঅফসের দৌড় থেকে ছিটকে গিয়েছে। বর্তমানে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে লখনউ।