সোনার মেয়ে মৌমিতার বাবা-মাকে সম্মান জানাতে এক্সট্রা টাইমের বিশেষ উদ্যোগ 'তুমি না থাকলে'

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একের পর এক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। ক্রীড়াক্ষেত্রে সেই বাধাগুলিকে অতিক্রম করে আজ বাংলার সোনার মেয়ে মৌমিতা মন্ডল। জাতীয় গেমসে ১০০ মিটার হার্ডলসে রূপো আর লং জাম্পে সোনা জিতিয়ে আজ বাংলার গর্ব মৌমিতা।
কিন্তু হুগলির বলাগড়ের মৌমিতার এই সাফল্যের পিছনে যে দুজন মানুষের অবদান সব থেকে বেশি, তাদের জন্য আমরা কতটা কী করতে পেরেছি? বাবা সুভাষ চন্দ্র মন্ডল চা বিক্রি করে মেয়ের জন্য নিজের সর্বস্ব দিয়েছেন। মা সোমা মন্ডল প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন মেয়ের সব কিছু ভালো রাখার।
তারকারা দেশকে গর্বিত করেন, কিন্তু যাঁদের নিঃস্বার্থ ত্যাগে এই তারকারা গড়ে ওঠেন - তাঁরা, তারাদের বাবা-মা। যাঁরা থেকে যান...
Posted by XtraTime Bangla on Saturday, May 24, 2025
মৌমিতার আজকের সাফল্যের পিছনে যে দুই মানুষের ভূমিকা অনস্বীকার্য, তাদের সম্মান জানাতে চলেছে এক্সট্রা টাইম। আগামী ১ জুন আন্তর্জাতিক অভিভাবক দিবস উপলক্ষ্যে কলকাতা ঐতিহ্যমন্ডিত টাউন হলে আয়োজিত হবে বিশেষ একটি অনুষ্ঠান - 'তুমি না থাকলে', উপস্থাপনায় রুবি জেনারেল হসপিটাল। যেখানে বাংলার সফল ক্রীড়াবিদদের বাবা-মায়েদের সম্মানিত করা হবে। এই বছর মৌমিতা মন্ডলের বাবা সুভাষ চন্দ্র মন্ডল ও মা সোমা মণ্ডলকে সম্মানিত করা হবে।