এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আর্থিক প্রতারণার একটি মামলায় আগেও বিপাকে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার আইপিএল রিটেনশন পর্বের পরেই বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ব্যবসায়িক চুক্তি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে ধোনির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বন্ধু মিহির দিবাকর এবং সৌম্য দাস। সেই সংক্রান্ত মামলাতেই প্রাক্তন ভারত অধিনায়ককে তলব করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট।
মিহির দিবাকর ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ক্রিকেট অ্যাকাডেমি খোলার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু দিবাকর চুক্তিতে উল্লেখিত শর্ত পালন করেননি। এক্ষেত্রে আরকা স্পোর্টসকে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি। চুক্তির আওতায় মুনাফা ভাগাভাগি করার কথা থাকলেও চুক্তির সব শর্ত ভঙ্গ করা হয় বলে অভিযোগ উঠে। এরপরই মিহির দিবাকরের বিরুদ্ধে মামলা করেন ধোনি।
চলতি বছরের ৫ জানুয়ারি ধোনি তাঁর বন্ধু এবং ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকরের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ গ্রেফতারও করে মিহিরকে। কিন্তু ধোনির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের এবং অসত্য কথা বলার পাল্টা অভিযোগ করে মামলা করেন মিহির দিবাকর ও সৌম্য দাস। রাঁচির নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন মিহির দিবাকর এবং সৌম্য দাস।এই মামলাতেই ধোনিকে তলব করেছে রাঁচির উচ্চ আদালত। গোটা বিষয়টি নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। ফলে হাইকোর্টে হাজিরা দিতে হবে মহেন্দ্র সিং ধোনিকে।