এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার মুম্বইয়ে এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। শচীন ও কাম্বলিকে একই মঞ্চে দেখা গেল দীর্ঘদিন পরে।আসলে দুই প্রাক্তন তারকা হাজির হয়েছিলেন তাঁদের কোচ রমাকান্ত আচারেকরের স্মৃতিসৌধ উন্মোচন অনুষ্ঠানে। নিজেদের গুরুর প্রতি অগাধ শ্রদ্ধা দুই তারকারই। তাই এমন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হাতছাড়া করেননি শচীন।
তবে মঞ্চে দেখা যায় দুই পুরনো বন্ধুর আন্তরিকতার মুহূর্ত। ছেলেবেলার বন্ধুকে সামনে পেয়েই হাত চেপে ধরেন কাম্বলি। দু'জনে বেশ কিছুক্ষণ কথা বলেন। তবে কাম্বলি কোনওভাবেই ছাড়তে চাইছিলেন না শচীনকে। তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কাম্বলি আরও শক্ত করে চেপে ধরেন শচীনের হাত। সঙ্গত কারণেই এমন ছবি ও ভিডিয়ো মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এখানেই শেষ নয়। অনুষ্ঠানে গান গাইতেও শোনা গেল কাম্বলিকে। যা শুনে হাততালি দিলেন শচীন। নেটদুনিয়ার চর্চায় সেই ভাইরাল ভিডিও। নেটিজেনদের অনেকেরই দাবি, কাম্বলির আচরণ খানিকটা যেন অপ্রকৃতিস্থ।