এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ দিনে চালকের আসনে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস এনে দিয়েছেন দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তবে এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি! কীভাবে? জেনে নিই।
রোহিত শর্মা এই দলের অধিনায়ক হলেও অঘোষিত ভাবে যেন নেতৃত্ব সামলাচ্ছেন বিরাট কোহলিই। ফিল্ডারকে জায়গায় পাঠানো থেকে শুরু করে বোলারদের নির্দেশ দেওয়া, সব ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন বিরাট। অনেক সময়ে রোহিত শর্মাও পরামর্শ নিতে যাচ্ছেন বিরাট কোহলির কাছে, কিংবা বিরাট নিজে এসেও রোহিতের সাথে আলোচনা করছেন।
আর এতে যেন সেই পুরোনো বিরাট কোহলির টিম ইন্ডিয়ার আগ্রাসন দেখা যাচ্ছিল। ধারাভাষ্যকারেরাও আলোচনা করছিলেন, এই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে, রোহিত না বিরাট?
Captain King ???? Virat Kohli.
— kumar (@KumarlLamani) December 29, 2024
Loved his Attitude.#AUSvIND #INDvsAUS #ViratKohli???? pic.twitter.com/rvVlvTB6WL