এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আসন্ন ফিফা বিশ্বকাপের অন্যতম বড় ফেভারিট। প্রতিটি বিভাগেই দুর্দান্ত ফুটবলারে পরিপূর্ণ রয়েছে এই ইউরোপীয় দেশ। কিন্তু বিশ্বকাপের আগে বড় ধাক্কা পেতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
যা সম্ভাবনা, কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছেন সুপারস্টার মিডফিল্ডার পল পোগবা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পুনরায় জুভেন্টাসে যোগ দেওয়ার কয়েক দিন পরেই, চোট পান পোগবা। এবং চোটের যা হাল, তাতে হয়ত বিশ্বকাপের বাইরেই থাকতে হবে পোগবাকে।
জুভেন্টাসে ফিরে আসার দুই সপ্তাহের মধ্যে অনুশীলনে হাঁটুর চোটে ভোগেন পোগবা। আর সেই খবর ঘোষণা করে জুভেন্টাস। আর সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে জুভেন্টাসের প্রাক-মরশুম সফরে ছিলেন না পোগবা।
একাধিক রিপোর্ট অনুযায়ী, পোগবার চোট বেশ গুরুতর, এবং অন্ততপক্ষে পাঁচ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই উপায়ে পোগবা যদি অস্ত্রোপচার করান, তাহলে একেবারে ২০২৩ সালে তিনি মাঠে নামতে পারবেন। এদিকে যদি আপৎকালীন উপায়ে চোট সারান পোগবা, সেক্ষেত্রে চার-পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে।
এই পরিস্থিতিতে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেল পোগবার জন্য। আর নিঃসন্দেহে এটি বড় ধাক্কা হবে ফ্রান্সের জন্য। ফ্রান্সের মাঝমাঠে বড় ভূমিকা পালন করে থাকেন পোগবা।