FIFA World Cup 2022 : মুখোমুখি মেসি-লেওয়ানডস্কি! একই গ্রুপে স্পেন-জার্মানি! দেখে নিন গ্রুপ বিন্যাস
![](pathDirection/assets/images/post-layout.png)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার দোহা কনভেনশন সেন্টারে আয়োজিত হল ফিফা বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের ড্র। আর এই ড্রয়ে একাধিক বড় বিষয় উঠে এসেছে।
গ্রুপ এ-তে লড়বে আয়োজক দেশ কাতার, ইকুয়েডর, আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল এবং শক্তিশালী নেদারল্যান্ডস।
গ্রুপ বি-তে রয়েছে শক্তিধর ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েলস / ইউক্রেন / স্কটল্যান্ডের একজন।
গ্রুপ সি এ মুখোমুখি হবে লিওনেল মেসি ও রবার্ট লেওয়ানডস্কি। অর্থাৎ গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।
গ্রুপ ডি-তে তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা লড়বে পেরু, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যেকার বিজয়ী দল, ডেনমার্ক ও তিউনিশিয়া।
গ্রুপ ই-কে কার্যত গ্রুপ অফ ডেথ বলা যায়। কারণ এই গ্রুপে রয়েছে বিশ্ব ফুটবলের দুই হেভিওয়েট স্পেন ও জার্মানি। এছাড়া নিউজিল্যান্ড ও কোস্টারিকা ম্যাচের জয়ী এবং এশিয়ান হেভিওয়েট জাপান রয়েছে।
গ্রুপ এফ-এ মুখোমুখি দুই কালো ঘোড়া বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। এছাড়া রয়েছে ৩৬ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া কানাডা এবং মরক্কো।
গ্রুপ জি-তে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে।
আর সব শেষে, গ্রুপ এইচ-এ রোনাল্ডোর পর্তুগাল লড়বে কাভানি-সুয়ারেজের উরুগুয়ে, সন হিউন মিনের দক্ষিণ কোরিয়া এবং ঘানা।