সব্যসাচী ঘোষ : মঙ্গলবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, আন্তর্জাতিক চ্যানেল ডিসকভারির স্পোর্টস চ্যানেল ইউরোস্পোর্টসে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতের প্রীতি ম্যাচগুলি সম্প্রচার করা হবে। আগামী ২৫ মার্চ ওমানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের, আর তা দেখতে উদগ্রীব ফুটবলপ্রেমীরা।
এই পরিস্থিতিতে সম্প্রচার নিয়ে এল নয়া জটিলতা। জানা গিয়েছে, একমাত্র ইউরোস্পোর্ট এইচডি চ্যানেলেই এই প্রীতি ম্যাচের সম্প্রচার করা হবে। কারণ ইউরোস্পোর্টের সাধারণ চ্যানেলে সেই সময় দেখানো হবে বিহার প্রিমিয়ার লিগ। অর্থাৎ স্থানীয় একটি ক্রিকেট লিগ গুরুত্বপূর্ণ হয়ে উঠল জাতীয় দলের ফুটবল ম্যাচের থেকে।
আর এই নিয়ে ভোগান্তির শিকার হবেন ফুটবলপ্রেমীরা। কারণ ভারতবর্ষের অধিকাংশের কেবল বা ডিটিএইচ কানেকশন এইচডি নয়, সাধারণ। আর সেই কারণে ইউরোস্পোর্ট এইচডি নামাতে গেলে আবার নতুন করে কানেকশন নিতে হবে। ফলে এই নিয়ে জটিলতা আবারও বাড়ল তা বলাই যায়। এখন দেখার, শেষ মুহুর্তে এইচডি থেকে সাধারণ চ্যানেলে ভারতের খেলাকে নিয়ে আসে কিনা সম্প্রচারকারী সংস্থা।
গত কয়েক সপ্তাহ ধরে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ সম্প্রচার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছিল ভারতীয় ফুটবলপ্রেমীরা। এর পর নানা প্রচেষ্টার পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গত মঙ্গলবার এই ঘোষণা করেছে।