এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হিসেবে উঠে এসেছে চেলসি। বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে লড়ছে চেলসি। তবে গত ১৫-২০ বছরের চেলসির এই উত্থানের পিছনে বড় হাত রয়েছেন রাশিয়ান ধনী ব্যবসায়ী রোমান আব্রামোভিচের।
তবে এবার আব্রামোভিচকে চেলসি থেকে বিতাড়নের দাবি উঠল খোদ ব্রিটিশ পার্লামেন্টে। লেবোর সাংসদ ক্রিস ব্রায়ান্ট শুক্রবার সরকারের কাছে আর্জি রেখেছেন, দুর্নীতির জেরে আব্রামোভিচের সমস্ত সম্পত্তি যেন বাজেয়াপ্ত করা হয়। ২০১৯ সালে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর থেকে আব্রামোভিচকে ধরা হয়, তার সাথে রাশিয়ার যোগাযোগ রয়েছে এবং দুর্নীতিমূলক কাজকর্মের সাথে জড়িত রয়েছেন।
আর এর জেরে, হাউস অফ কমন্সে, ব্রায়ান্ট দাবি তুলেছেন যাতে আব্রামোভিচের সম্পত্তি বাজেয়াপ্ত করে চেলসির মালিকানা কেড়ে নেওয়া হয়।
২০১৮ সালে আব্রামোভিচের ভিসা নবীকরণে দেরি ক্রয়া হয় এবং শেষ অবধি তার আবেদন খারিজ করা হয়। এরপর ২০২১ সালে আব্রামোভিচের মুখপাত্র জানিয়েছেন যে তিনি একজন ইজরায়েলী হিসেবে ব্রিটেনে প্রবেশ করেছিলেন, যেহেতু তাদের কোনও ভিসার প্রয়োজন হয় না।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাথে ঘনিষ্ট সম্পর্ক থাকা তিন ধনী ব্যবসায়ীকে শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। যদিও নাম প্রকাশ্যে আনা হয়নি, তবে আব্রামোভিচও ঘনিষ্টভাবে পুটিনের সাথে সম্পর্কিত।