এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছিল বাংলাদেশ এবং কলকাতার ফুটবল পাগলরা। এই কথা জানেন স্বয়ং মেসি, ডি মারিয়া, এমি মার্টিনেজরা। বিশ্বজয়ের পর বাংলার মানুষদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতাও স্বীকার করেছিলেন তাঁরা। ৩ জুলাই বাংলাদেশ ও কলকাতা সফরে এসেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। কলকাতার মানুষদের মধ্যে উন্মাদনা ইতিমধ্যে তুঙ্গে। তবে কলকাতায় পা রাখার আগে বাংলাদেশ সফর করলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর পেলেন নতুন এক পরিচিতি।
আরও পড়ুন- এমির সামনে খেলতে নামবেন মোহনবাগানের ডায়মন্ড দলের ফুটবলাররা
সোমবার ভোরবেলা বাংলাদেশ পৌঁছান এমি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল এমির বাংলাদেশ সফরের বিভিন্ন মুহূর্ত। সেখানেই দেখা যায় যে এমি বলছেন আমি বাংলাদেশের বাজপাখি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এমি মার্টিনেজ। সেখানে তিনি আর্জেন্টিনার জার্সিতে নিজের সই করে উপহার দেন শেখ হাসিনাকে। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোর্তাজার সাথে দেখা করেন এমিলিয়ানো মার্টিনেজ।