এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবার কি তাহলে হলুদ কালো জার্সির জায়গায় ইউরোপের অন্য কোনো বড় দলের জার্সি উঠতে চলেছে তরুণ তারকা হালান্ডের গায়ে? হালান্ডের বক্তব্য সেরকম একটা দিকই ইঙ্গিত করছে।
শুক্রবারে ফ্রেইবার্গ এর বিরুদ্ধে ৫-১ গোলে জয়ের পর তিনি সাক্ষাৎকারে বলেন, "ক্লাব আমায় চাপ দিচ্ছে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য, কিন্তু আমি শুধু ফুটবলটা খেলতে চাই, যেটা আমি খেলতে পারছি না এখন। খুব শিগগিরই আমি সিদ্ধান্ত নেব।"
প্রসঙ্গত উল্লেখ্য, এই ২১ বছরের স্ট্রাইকারের সাথে ২০২৪ অবধি চুক্তি রয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের। কিন্তু সে চুক্তি শেষ হওয়ার অনেক আগেই তা ভাঙতে চলেছে।
এই তরুণ স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেইন এর মত হেভিওয়েট দলের নাম ভেসে আসছে।