এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হল আইএসএল ২০২২-২৩ মরশুমের গ্রুপ পর্বের সূচি। আগামী ৭ অক্টোবর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের রানার্স আপ কেরালা ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গল এফসি।
এদিকে, আগামী ৫ অক্টোবর এএফসি কাপ ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে এটিকে মোহনবাগানের। সেই বিষয়টি মাথায় রেখে আসন্ন আইএসএলে সবুজ-মেরুণ ব্রিগেডের প্রথম ম্যাচ রাখা হয়েছে আগামী ১০ অক্টোবর, যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা খেলবে চেন্নাইন এফসির বিরুদ্ধে।
যে বিষয়টি নিয়ে সকলের প্রশ্ন ছিল, কবে হবে কলকাতা ডার্বি? সেই প্রশ্নেরও উত্তর মিলল। আগামী ২৯ অক্টোবর এবং আগামী বছর ২৫ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
দুই বছরের বিরতির পর আবারও আইএসএল ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। আর দর্শকদের সুবিধার জন্য আইএসএলের ম্যাচগুলি দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার অবধি। যেখানে শনিবার করে ডবল হেডার, অর্থাৎ দুটি করে ম্যাচ দেওয়া হয়েছে। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বাকি ম্যাচগুলি আয়োজিত হলেও ডবল হেডারের দিন ম্যাচগুলি হবে বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যে সাড়ে সাতটায়।
এদিকে সেমি ফাইনালের ফর্ম্যাটে এসেছে পরিবর্তন। শীর্ষে থাকা দুটি দল সরাসরি সেমিতে যাবে। এদিকে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলরা খেলবে একক লেগের নকআউট ম্যাচ। তৃতীয় স্থানাধিকারীর সাথে ষষ্ঠ স্থানাধিকারী, এবং চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীর মধ্যে হবে এই ম্যাচ। আর এই দুই ম্যাচের বিজয়ী দলগুলি যাবে সেমিতে।
সেমি ফাইনাল হবে মোট দুটি লেগে, এবং এই নকআউট পর্ব সহ ফাইনাল আয়োজিত হবে আগামী ২০২৩ সালের মার্চ মাসে।