এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন এমি। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। যার মধ্যে অন্যতম হল মোহনবাগান অলস্টার বনাম কলকাতা পুলিশ কমিশনার অল-স্টার ম্যাচের উদ্বোধন করবেন মার্টিনেজ। সোমবার মোহনবাগান ক্লাবের তরফে ঘোষণা করা হল মোহনবাগান অলস্টার দল।
আরও পড়ুন- ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি ২০২৩ বিশ্বকাপে
মূলত মোহনবাগান ক্লাবে খেলে যাওয়া প্রাক্তন খেলোয়াড়রা খেলবেন এই অলস্টার ম্যাচে। এক নজরে দেখে নিন মোহনবাগান অলস্টার দলের খেলোয়াড় এবং কোচের নাম।
হেমন্ত ডোরা, শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস, শেখ আজিম, হুসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তী, রিয়াজুল মুস্তাফা, বিশ্বনাথ মন্ডল, বাসুদেব মন্ডল, অমিত দাস, ডেনসন দেবদাস, সঞ্জয় মাঝি, অলোক দাস, গৌতম ঘোষ, সৌমিত্র চক্রবর্তী, দেবজিত ঘোষ, হাবিবুর রেহমান মন্ডল।
মোহনবাগান অলস্টার দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চ্যাটার্জি।