এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ যাঁরা অলিম্পিকের পোডিয়ামে দাঁড়িয়েছেন, তাঁরাই দিনের পর দিন প্রতিবাদে সরব হয়ে রাস্তায় কাটিয়েছেন রাজধানীর বুকে। খোলা আকাশের নীচে। আর শনিবার কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের পক্ষে রায় দিল মোহনবাগান গ্যালারি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লীগ শীর্ষে যাওয়ার ম্যাচে ১-৪ গোলে লজ্জার হারের সম্মুখীন হয় মোহনবাগান। এটা যেমন সত্যি তেমনি মোহনবাগানের গ্যালারিতে সাক্ষী মালিকদের গৌরবজনক উপস্থিতি, এটাও সত্যি।
আরও পড়ুন: বক্সিং ডে টেস্টের আগে আফ্রিকান জঙ্গল সাফারিতে ভারতীয় ক্রিকেট দল
শনিবার ম্যাচ শুরুর সময় মোহনবাগান গ্যালারিতে দেখা যায় হটাৎই একটি বিশেষ ব্যানার। সেই ব্যানারে লেখা ছিল "Who Makes India Proud?"
না, কোন কর্মকর্তা নয় বরং খেলোয়াড়রাই দেশকে গর্বিত করে। সাক্ষী মালিকের ছবি দিয়ে এই ব্যানার দেখা গিয়েছিল শনিবার মোহনবাগান গ্যালারিতে। সৌজন্যে মেরিনার্স ডি এক্সট্রিম। ফুটবল গ্যালারিতে অন্য খেলার বার্তাও এইভাবে ছড়িয়ে গেল দেশজুড়ে।