এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে প্যারিস সেইন্ট জার্মেইন পরের মরশুমে সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আনতে পারে। আর এই কাজটি করতে পারেন জিনেদিন জিদান, যিনি সম্ভবত পরের মরশুমে পিএসজির দায়িত্ব নিতে পারেন।
একাধিক রিপোর্ট অনুযায়ী, মউরিসিও পচেত্তিনো যদি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, তাহলে জিদানকে কোচ হিসেবে আনবে পিএসজি। আর সেক্ষেত্রে জিদান চেষ্টা করবেন আবারও রোনাল্ডোর সাথে কাজ করার। এবং কিলিয়ান এমবাপ্পে, যিনি সম্ভবত মরশুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন, তার পরিবর্ত হিসেবে রোনাল্ডোকে আনা হতে পারে।
এদিকে এল নাসিওনালের রিপোর্ট অনুযায়ী, যদি রোনাল্ডো পিএসজিতে আসেন, সেক্ষেত্রে ক্লাব ছাড়বেন লিওনেল মেসি। ২০২৩ সাল অবধি চুক্তিবদ্ধ থাকলেও মেসি পিএসজি ছাড়তে পারেন যদি জিদান রোনাল্ডোকে আনে।
এই একই রিপোর্ট অনুযায়ী, বরুসিয়া ডর্টমুন্ডের তারকা ফরোয়ার্ড এরলিং হালান্ডকে আনার চেষ্টা করছে পিএসজি। তবে জিদান কোচ হিসেবে এলে তার প্রাথমিক পছন্দ অবশ্যই হবেন রোনাল্ডো। ফলে এক মহাতারকাকে আনতে গিয়ে আর এক মহাতারকাকে হারিয়ে বসবে না তো পিএসজি!