Photo- Emami East Bengal Fc
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ টানা ৮ ম্যাচে হার! ইস্টবেঙ্গল সমর্থকেরা দুঃস্বপ্নেও যা কোনোদিন ভাবেননি, সেই দুঃস্বপ্নই এখন বাস্তবে পরিণত হয়েছে। বিশেষত মরসুম শুরুর আগে একাধিক তারকা দেশি-বিদেশি ফুটবলার দলে যোগ দেওয়ার পর নতুন মরসুমে ভালো ফলাফল করবে ইস্টবেঙ্গল এমনটাই ভেবেছিলেন সমর্থক-সদস্যরা। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ২-০ ফলাফলে পরাজয়ের পর এবার উড়িষ্যায় ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ ফলাফলে পরাজিত ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত ভাগ্য বদলাতে পারলেননা অস্কার ব্রুজোঁ। টানা ৮ ম্যাচে পরাজিত হয়ে শতাব্দী প্রাচীন ক্লাবের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ক্লেটন-দিমিত্রিওসের ইস্টবেঙ্গল।
যদিও টানা ৬ টি আইএসএল ম্যাচে পরাজয়ের শিকার হলেও এদিনের ইস্টবেঙ্গল ফুটবলারদের খেলা আংশিক হলেও স্বপ্ন দেখাবে ইস্টবেঙ্গল সমর্থকদের। বিশেষত প্রথমার্ধে তালাল-ক্রেস্পো-নন্দদের মুহুর্মুহু আক্রমণ ভবিষ্যতে ইস্টবেঙ্গল দলের ঘুরে দাঁড়ানোর আশা জাগাবে।
এদিন প্রথম একাদশে সুযোগ পান গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিওস দিয়ামান্তাকোস। গোলও পেলেন তিনি। তবে তাঁর গোলের আগেই ওড়িশাকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। ইস্টবেঙ্গলের ফুটবলাররা যখন মুহুর্মুহু আক্রমণ করে গোলের কাছাকাছি পৌঁছে যেতে শুরু করে ঠিক তখনই প্রতিআক্রমণে গোল করেন রয়। যদিও এর আগে সল ক্রেসপো গোল করলেও তাঁর গোল বাতিল হয় অফসাইডের কারণে।
সল-তালাল জুটি এবং তাদের সাথে নন্দ-বিষ্ণুদের দৌড় বেশ কয়েকবার কাঙ্ক্ষিত গোলের কাছে পৌঁছে যায় ইস্টবেঙ্গল। কিন্তু বক্সের ভিতর ওড়িশার ফুটবলারদের কাছে আটকে যান তাঁরা।
২২ মিনিটে রয়ের গোলের জবাবে প্রথমার্ধের অভিরিক্ত সময় দিমিত্রিওস পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান ইস্টবেঙ্গলকে।
যদিও প্রথম পয়েন্টের আশায় যখন অধির আগ্রহে অপেক্ষা করছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা, সেই সময় মোর্তাদা ফল ৬৯ মিনিটে হেডে গোল করে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেন।
এরপর বেশ কিছু আক্রমণ তৈরি করলেও সমতায় ফিরতে ব্যর্থ হয় লাল-হলুদ ব্রিগেড। ৭৬ মিনিটে লাল কার্ড দেখেন প্রভাত লাকড়া। ফলে সমতায় ফেরার আশা আরও ক্ষীণ হয়ে যায় অস্কারের দলের জন্য। ম্যাচ শেষ হয় ২-১ ফলাফলে। টানা ৬ ম্যাচ হেরে লিগ টেবিলের শেষে ইস্টবেঙ্গল। ভুটানে এএফসি চ্যালেঞ্জার্স কাপের আগে যা মোটেও ভালো খবর নয় অস্কার ব্রুজোঁ ও তাঁর দলের জন্য।