২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে গেলে এই দুই ম্যাচে নিজেদের সেরাটা দিতেই হবে সুনীল-গুরপ্রীত-ব্র্যান্ডনদের।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে ভুবনেশ্বরের জাতীয় ক্যাম্পে যে ২৬ জন ফুটবলার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে নাম নেই মোহনবাগান এবং মুম্বই সিটি এফসির ফুটবলারদের। এর কারণ এই দুই দল শনিবার আইএসএল কাপ ফাইনাল খেলবে। এই ফাইনাল ম্যাচের পরেই দ্বিতীয় লিস্ট প্রকাশ করবে এআইএফএফ।
তবে এই ২৬ জনের তালিকায় রয়েছে বিশেষ চমক অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণ ফুটবলাররাও। যার মধ্যে অন্যতম হলেন মহামেডানের ডেভিড, যিনি আইলিগে দুর্দান্ত পারফর্ম করেছেন।
গোলকিপার- গুরপ্রীত সিং সাঁধু, অমরিন্দর সিং
ডিফেন্ডার- অময় গনেশ রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুনুঙ্গা, মুহম্মদ হামাদ, নরেন্দ্র, নিখিল পূজারি, রোশন সিং নাওরেম
মিডফিল্ডার- ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, আইজ্যাক, জিকসন সিং, মহেশ সিং নাওরেম, মোহম্মদ ইয়াসির, নন্দকুমার শেকর, রাহুল প্রবীণ, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহন
ফরোয়ার্ড- ডেভিড লাললাসানাঙ্গা, জিতিন সুব্রন, লালরিঞ্জুয়ালা, পার্থিব গোগই, রহিম আলি, সুনীল ছেত্রী