এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার, ভারতীয় ফুটবলের অন্যতম বড় ঘটনা ঘটিয়ে দিল রাজস্থান ইউনাইটেড। আইলিগ দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে সুযোগ পেল। কিন্তু রাজস্থানের এই দলটির কাহিনী ছোট হলেও বেশ অনুপ্রেরণাদায়ক, তা বলাই যায়।
২০১৪ সালে, ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বর্ষের এক পড়ুয়া নিজের কলেজ থেকে একটি ফুটবল টিম তৈরি করেন, যার নাম দেওয়া হয় জেইসিআরসি এফসি, স্রেফ শখে ফুটবল খেলার জন্য। চার বছর পর, রাজস্থানের রাজ্য লিগে কেবল দল ভরাতে নিজেদের নাম নথিভুক্ত করেছিল কলেজের টিমটি। তারপর নাম বদল করে রাজস্থান ইউনাইটেড হওয়া। আর এবার, একেবারে আইলিগে নিজেদের নাম তুলে ধরল এই ক্লাব।
আর এর পিছনে বড় হাত রয়েছে ২৬ বছরের সিভিল ইঞ্জিনিয়ার কমল সারোহা। দিল্লি থেকে আসা সারোহা ২০১৪ সালে জয়পুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও রিসার্চ সেন্টারে এই দল তৈরি করেন। আর এই কীর্তি স্থাপনকে হলিউড সিনেমার সাথে তুলনা করলেন সহ-কর্ণধার। তিনি বলেছেন, “এটি অনেকটা হলিউড সিনেমার মত মনে হচ্ছে।“
তবে পরিবারের চাপে এই স্বপ্নপূরণ নাও হতে পারত। ইঞ্জিনিয়ারিং পাস করার পর স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছা থাকলেও গুরুগ্রামের এক ফার্মে চাকরি করতে শুরু করেন। তবে ছয় মাস পর, সেই চাকরি ছেড়ে, জয়পুরে ফিরে আসেন কমল। আর তারপর বন্ধুকে নিয়ে একটি ক্রীড়া সামগ্রীর দোকান খোলেন, যা রাজস্থানের স্থানীয় দলগুলিকে কিট প্রদান করত।
এমন সময়ে, তাদের ক্লায়েন্ট ছিল এইউ রাজস্থান এফসি, যারা বর্তমানে রাজস্থান পারফেক্ট নামে পরিচিত, তারা আইলিগের দ্বিতীয় ডিভিশনে খেলত। ২০১৮ সালে এইউ রাজস্থান আবেদন করে কমলকে, যাতে রাজ্যের লিগে কোনও একটি দলকে নামানো যায়। কারণ আট দল ছাড়া রাজস্থানে লিগ করা সম্ভব হচ্ছিল না।
এই পরিস্থিতিতে জয়পুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে যোগাযোগ করে রাজস্থান ইউনাইটেড আবারও তৈরি করছিলেন কমল। এরপর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফুটবলার ও কলেজ থেকে লাইসেন্স করা কোচ ও সাপোর্ট স্টাফ নিয়ে এসেছিলেন কমল।
আর তারপর সেই এইউ রাজস্থানকে হারিয়ে ২০১৯ সালের রাজস্থান লিগ চ্যাম্পিয়ন হয়ে আইলিগ দ্বিতীয় ডিভিশনে যোগ্যতা অর্জন করে জেইসিআরসি এফসি। কিন্তু এমন বড় জায়গায় আসাটা প্রত্যাশাই ছিল না কমলের, যার জেরে প্রস্তুত হতে সে বছর নাম প্রত্যাহার করে নেয় সেই ক্লাব।
এরপর ২০২০ সালে অতিমারির মাঝেও ক্লাব প্রতিষ্ঠানের দিকে এগোন কমল। এক শিক্ষানবিশ রজত মিশ্রা ও ফুটবলার স্বপ্নিল ঢাকার সাথে মিলে জেইসিআরসি এফসির রুপ বদলে দেন। নাম পরিবর্তন করে রাখা হয় রাজস্থান ইউনাইটেড। এরপর একটি আন্তর্জাতিক স্কুলের সাথে গাঁটছড়া বেধে ভিলওয়ারায় আবাসিক অ্যাকাডেমি তৈরি করা হয়, আর রাজ্যজুড়ে তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের স্কাউট করা হয়।
যখন ২০২১ সালের জুলাই মাসে আবারও রাজ্য লিগ ফিরল, তখন আগের থেকে আরও উন্নত হয়ে ফিরেছিল রাজস্থান ইউনাইটেড। তবে সেবার লিগে রাজ্যের আর এক বড় দল জিঙ্কের পিছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করে রাজস্থান ইউনাইটেড। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ম পালনে অক্ষম হয় জিঙ্ক। ফলে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান ইউনাইটেডকে আইলিগ দ্বিতীয় ডিভিশনে সুযোগ দেওয়া হয়। আর তারপর, বাকিটা ইতিহাস!