এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিকেট বিশ্ব অ-ছত্রাকযোগ্য টোকেন দ্বারা নিলাম প্রক্রিয়ার ঝড় তুলেছে দুবাইয়ের সংস্থা ক্রিকফ্লিক্স। এবার এই এনএফটি ক্রিকেট স্মৃতিসংগ্রহ নিলামের বিষয়ে ক্রিকফ্লিক্সের সাথে জুড়ল রেভস্পোর্টস ও ফ্যানাটিক স্পোর্টস, যা আয়োজিত হবে আগামী ২৪ ডিসেম্বর দুবাইয়ে।
আর এই বিশেষ নিলামে ইতিহাস গড়লেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী। ২০১৭ সালের মহিলা বিশ্বকাপে ঝুলন গোস্বামীর জার্সি প্রি-বিড হয়েছে, আর এরই সাথে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই এনএফটি টোকেন বিশিষ্ট নিলামে প্রি-বিড হলেন। ইতিমধ্যেই প্রায় দুই লক্ষ মার্কিন ডলারের কাছাকাছি প্রি বিড জমা পড়েছে।
এই বিশেষ সম্মান পেয়ে ঝুলন বলেছেন, "আমি খুবই খুশি। আমি বলতে পারি এটি একটি শুরু এবং আমার আরও সতীর্থরা এনএফটি মূল্যকে ব্যবহার করে সমর্থকদের কাছে পৌঁছে যেতে পারে।"
ঝুলনের জার্সি ছাড়াও, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা একাধিক দুর্লভ ও দুর্দান্ত ক্রিকেট সামগ্রী সংগ্রহ করতে পারে। ১৯৩২ ও ১৯৩৬ সালে ভারতের ইংল্যান্ড সফরের ম্যাচ টিকিট, কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের দুর্লভ্য স্ট্যাম্প, ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারদের সই করা স্মৃতিসংগ্রহ ও সেই জয় নিয়ে লতা মঙ্গেশকরের কনসার্টের রেকর্ডিং সহ অসংখ্য দ্রব্য পাওয়া যাবে এই নিলামে।
এই নিয়ে ফ্যানাটিক স্পোর্টসের প্রতিষ্ঠাতা ও সিইও রাঘব গুপ্তা বলেছেন, "এটি বিশ্বের প্রথম হাইব্রিড ক্রিকেট এনএফটি নিলাম, যা অসংখ্য সংগ্রহশীল লগ্নিমূলক সুযোগ জোগাড় করে, যার মধ্যে রয়েছে বিশ্বজোড়া দুর্লভ কিছু ক্রীড়া সামগ্রী। আমরা বিশ্বাস করি একটি বিশেষ অভিজ্ঞতাকে এনএফটি নিলামের সাথে জুড়তে পারা যা পট পরিবর্তনমূলক ও আবেগপূর্ণ সমর্থকদের জন্য দারুণ একটি সংগ্রহ।"
এদিকে এনএফটি ক্রয়ের সুবিধা নিয়ে রেভস্পোর্টসের সহ-প্রতিষ্ঠাতা প্রান্তিক মজুমদার বলেছেন, "এক সমর্থক এখন ইতিহাসের একটি অংশকে ডিজিটাল সংগ্রহ হিসেবে রাখতে পারবে এবং এতেই এনএফটি প্রযুক্তি পট পরিবর্তনমূলক। বিশ্ব ক্রীড়ায় বিকেন্দ্রীকরণ আনা এনএফটি সমস্ত ক্রীড়ার অ্যাথলিটদের একটি সুযোগ আনে সমর্থকদের কাছ থেকে উপার্জন করার।"