নতুন বছরে এল সুখবর, মা হতে চলেছেন ভিনেশ ফোগাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছরে অলিম্পিক্সে ইতিহাস গড়া থেকে বঞ্চিত হতে হয়েছিল তাকে, মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের জন্য। যার জেরে অজস্র বিতর্ক ও বিরোধের মধ্যে দিয়ে গিয়েছেন। ছাড়তে হয়েছিল তার প্রিয় খেলাকেও। তবে নতুন বছর আসতেই জীবনে নতুন করে সুখ এসেছে ভিনেশ ফোগাটের। মা হতে চলেছেন এই কুস্তিগীর।
নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন ভিনেশ। স্বামী সোমবীর রাঠির সাথে একটি ছবি শেয়ার করে তাতে ভিনেশ লিখেছেন, "আমাদের প্রেমের কাহিনীতে একটি নতুন অধ্যায়।" সাথে ছোট্ট পায়ের একটি ইমোজি দেন। ২০১৮ সালে সোমবীরের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন ভিনেশ। সোমবীর নিজেও একজন কুস্তিগীর।
View this post on Instagram
এই খবর সামনে আসতে ভিনেশকে শুভেচ্ছা জানান সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মত অলিম্পিক পদকজয়ীরা শুভেচ্ছা জানিয়েছেন।