মেসি ও রোনাল্ডোর থেকে ভালো খেলোয়াড় নেইমার - বড় বয়ান ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই প্রজন্মের দুই সর্বসেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। আর এর জেরে একাধিক সুপারস্টারকে এই দুই খেলোয়াড়ের সাথে তুলনাও করা হয়। এবার ব্রাজিলের শেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু মনে করেন, মেসি-রোনাল্ডোর থেকে টেকনিকালি অনেক বেশি ভালো নেইমার।
কিংবদন্তি এই ব্রাজিলিয়ান উইং ব্যাক মনে করেন, মেসি ও রোনাল্ডোর তুলনায় টেকনিকের দিক থেকে অনেক বেশি আশীর্বাদধন্য নেইমার। তবে যে জিনিসের অভাব রয়েছে নেইমারের মধ্যে, তা হলে নেতৃত্ব।
এই নিয়ে সেভিয়েতে এক পত্রিকার ইভেন্টে কাফু বলেছেন, "নেইমার টেকনিকের দিক থেকে মেসির থেকে ভালো, রোনাল্ডোর থেকে ভালো। কিন্তু ওকে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। প্রত্যেককে ফুটবলে নিজেদের শতভাগ দিতে হবে। আমি নেইমারের থেকে ভালো নই, তবে আমি বাকি রাইট ব্যাকদের তুলনায় ভালো, কারণ আমি নিজেকে সেটির জন্য সমর্পিত করেছি। ওকে একজন নেতা হতে হবে।"
কেরিয়ারের শুরুতে স্যান্টোসে নেইমারের অসাধারণ খেলা তাকে মেসি ও রোনাল্ডোর সাথে তুলনায় এনেছিল। এরপর এফসি বার্সিলোনায় মেসির পাশে খেলা, আর তারপর পিএসজিতে খেলে নিজের নাম তৈরি করেছেন নেইমার। তবে আজও মেসি ও রোনাল্ডোর সেই পর্যায়ে যেতে পারেননি নেইমার, এমনটা মনে করেন একাধিক বিশেষজ্ঞরা। এছাড়া ২৯ বছরের নেইমার আজও ব্যালন ডি অর জিততে পারেননি।