এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ঘিরে প্রতিবাদে সরব হয়েছে ক্রীড়া জগত। আর এই পরিস্থিতিতে কঠিন পদক্ষেপ নিল পোল্যান্ড। আগামী মাসে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন প্লেঅফসে রাশিয়ার বিরুদ্ধে নামার কথা পোল্যান্ডের। কিন্তু ইউক্রেনে এই আক্রমণের জেরে রাশিয়ার বিরুদ্ধে না নামার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।
এর আগে উয়েফার তরফ থেকে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সরিয়ে নিলেও বিশ্বকাপ যোগ্যতা অর্জন থেকে বিতাড়িত করা থেকে বিরত থেকেছে। আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিরুদ্ধে নামার কথা রাশিয়ার। কিন্তু প্রতিবাদের জেরে পোল্যান্ড এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
এই নিয়ে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারি কুলেজা জানিয়েছেন, "কোনও কথা নয়, এবার কাজ করার পালা। ইউক্রেনের প্রতি রাশিয়ান ফেডারেশনের এই আগ্রাসনের জেরে, পোলিশ জাতীয় দল রাশিয়ার বিরুদ্ধে প্লে-অফ ম্যাচে নামতে ইচ্ছুক নয়।"
প্লেঅফ পর্বে রাশিয়া ও পোল্যান্ডের সাথে একই সারিতে রয়েছে চেক প্রজাতন্ত্র ও সুইডেন। আর এই প্রতিবাদে চেক ও সুইডেনের ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে ফিফাকে চিঠি লিখেছে পোল্যান্ড। এই নিয়ে কুলেজা বলেছেন, "এটিই একমাত্র সঠিক সিদ্ধান্ত। আমরা সুইডিশ ও চেক প্রজাতন্ত্রের ফেডারেশনের সাথে আলোচনা করে ফিফার কাছে এক ঐক্যবদ্ধ অবস্থান রাখব।"
এদিকে পোল্যান্ডের অধিনায়ক তথা সুপারস্টার ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি জানিয়েছেন, "এটিই সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনে এই আগ্রাসনের পর এই পরিস্থিতিতে আমি ভাবতে পারছি না রাশিয়ান জাতীয় দলের সাথে ম্যাচ খেলার। রাশিয়ান ফুটবলার ও সমর্থকরা এটির জন্য দায়ী নয়। কিন্তু আমরা ধরতে পারি না যে কিছুই ঘটছে না।"