এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১০০ বছর পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের হয়ে অলিম্পিকে সোনার পদক জিতেছেন জ্যাভেলিল থ্রোয়ার নীরাজ চোপড়া। আর তার পর থেকে গোটা দেশজুড়ে নীরাজের নামে জয়ধ্বনি উঠেছে, প্রশংসা ও পুরষ্কারের বন্যা বয়ে চলেছে। এবার বিশেষ ভাবে সম্মানিত করা হল নীরাজকে।
পুনেতে সাউদার্ন কমান্ড আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের অ্যাথলেটিক্স স্টেডিয়ামের নামকরণ করা হবে নীরাজ চোপড়ার নামে। আগামী ২৩ আগস্ট নামকরণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল এমএম নারভানে ও সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেনেন্ট জেনারেল জেএস নৈন। প্রতিষ্ঠানের নাম হবে, 'নীরাজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম, পুনে ক্যান্টনমেন্ট।'
এই নিয়ে সেনাবাহিনীর এক অফিসার বলেছেন, "এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের যেখানে প্রতিটি অ্যাথলিটকে প্রতিদিন অনুশীলন করানো হয়। আমরা প্রতিষ্ঠানটিকে উন্নত করেছি। যেহেতু স্টেডিয়ামটি কোনও বড় ব্যক্তিত্বের নামে ছিল না, আমরা ভেবেছি এটি নীরাজ চোপড়ার নামে নামাঙ্কিত করি যেহেতু অলিম্পিকে সোনা জিতে উনি এই প্রতিষ্ঠানেই এসেছিলেন।"
২০০৬ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামে ৪০০ মিটার সিন্থেটিক ট্র্যাক এবং গ্যালারি রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাথে নীরাজের বিশেষ সম্পর্ক রয়েছে, এএসআইতে থাকার সময়ে তিনি জ্যাভেলিন প্রশিক্ষণ করেছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার হিসেবেও রয়েছেন নীরাজ।