এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মরশুমে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া, যেখানে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সিরিজ খেলবে। কিন্তু তাঁর আগে করোনার নয়া সংক্রমণের জেরে ভারত এ দলের সফর স্থগিত হয়েছে, এমনই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আর এই স্থগিতাদেশ টিম ইন্ডিয়ার পরিকল্পনায় বেশ বড় আঘাত দিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য সেদেশের মাটিতে ভারত এ দলের বিরুদ্ধে চারদিনের দুটি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিল ভারতীয় দল। এদিকে ইন্ডিয়া এ দলও নিজেদের প্রস্তুতির জন্য এই ইংল্যান্ড সফরে আসত এবং আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যাকআপ হিসেবে বলয়ে থাকতেন এ দলের ক্রিকেটাররা।
কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই স্থগিতাদেশের জেরে এবার বেশ বড় সংখ্যক সদস্যের স্কোয়াড নিয়ে ইংল্যান্ডে আসবে টিম ইন্ডিয়া। গতবার অস্ট্রেলিয়ায় চোট-আঘাতের সমস্যার জন্য বেশ কিছু নেট বোলার ও তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক হয়েছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার এই সিদ্ধান্ত নিতে চলেছে টিম ইন্ডিয়া।
এই নিয়ে ইসিবি একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, "আমরা ভারতীয় পুরুষদের এ দলকে আসন্ন গ্রীষ্মের পর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সেরকম একটি তারিখে ডাকার জন্য মুখিয়ে রয়েছি। এতে দুই দেশের খেলোয়াড়দের খুবই গুরুত্বপূর্ণ সুযোগ দেবে উচ্চমানের ক্রিকেটের অভিজ্ঞতা লাভ করার এবং ইংল্যান্ড লায়ন্স ও প্রথম শ্রেণির দেশগুলির সাথে নিজেদের প্রতিভাকে দেখানোর।"
চলতি আইপিএল শেষেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে সাউদাম্পটনে, আর তারপর আগামী ৪ আগস্ট ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে।