এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব শুরু হতে আর আট দিন বাকি। আর এর মধ্যে খারাপ খবর এল। ব্রিটিশ মিডিয়া ইভিনিং স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, আসন্ন আইপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন জনি বেয়ারস্টো (সানরাইজার্স হায়দ্রাবাদ), ক্রিস ওকস (দিল্লি ক্যাপিটালস) ও ডেভিড মালান (পাঞ্জাব কিংস)।
এর আগে ব্রিটিশ মিডিয়া দ্য সান এর রিপোর্টে বলা হয়েছিল, পঞ্চম টেস্ট বাতিল হওয়ার জেরে ক্ষুব্ধ ইংরেজ ক্রিকেটারদের একজন আসন্ন আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবেন। কিন্তু ইভিনিং স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, এই তিন সুপারস্টার ক্রিকেটার খেলবেন না সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব। বলা বাহুল্য, বেয়ারস্টো, ওকস ও মালান ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে খেলেছিলেন।
এবং এর জেরে আসন্ন আইপিএলে ইংরেজ ক্রিকেটারদের সংখ্যা আরও কমে গেল। এর আগে চোটের জন্য ছিটকে যান বেন স্টোকস ও জোফ্রা আর্চার। সন্তানের দেখভালের জন্য আগেই নাম প্রত্যাহার করে নেন জস বাটলার। আর এবার এই তিন ক্রিকেটারও খেলবেন না আইপিএল, এই খবরই সামনে এসেছে।
ফলে আসন্ন আইপিএলে কেবল তিন ইংরেজ ক্রিকেটারই খেলবেন। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মইন আলি ও স্যাম কারান। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজের থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।