এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের সমস্যা মিটে গেলেও এখনও টি২০ বিশ্বকাপ নিয়ে সমস্যা রয়েইছে। মঙ্গলবার আইসিসি আসন্ন টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বৈঠকে বসবে। করোনা পরিস্থিতির জেরে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হবে কিনা, সে নিয়ে আগামী পরিকল্পনা সংক্রান্ত আলোচনা হবে এই বৈঠকে।
এদিকে গত শনিবার বিশেষ সাধারণ সভায় বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে আয়োজনের বিষয়ে তারা আইসিসির তরফ থেকে আরও কিছুটা সময় চাইবে। যেহেতু এখনও দেশে করোনার সংক্রমণের তেমন কোনও পড়তি নেই, ফলে সকলেই চিন্তিত যে আদৌ ভারতে এই মেগা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কিনা।
কিন্তু বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা মনে করেন, টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে ভারতেই। তিনি আশ্বাস দিয়েছেন, তাদের প্রথম পছন্দ অবশ্যই ভারত। এবং এই বিষয়ে আইসিসির তরফ থেকে সাহায্য পাওয়ার ইঙ্গিত দিয়েছেন রাজীব।
এই নিয়ে একটি সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেছেন, "এই পরিস্থিতি নিয়ে আমাদের কথা হয়েছে। আমাদের প্রথম পছন্দ হল ভারত। আর তাই আমরা আরও কিছুটা সময় চেয়েছি আইসিসির থেকে, এক মাসের মত, এই নিয়ে ভাবার জন্য। জুনের শেষ বা জুলাইয়ের প্রথমদিকে যদি ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে নিশ্চই টি২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে চলে যাবে।"
এরপর রাজীব শুক্লা বলেছেন, "যদি পরিস্থিতি ভারতে ঠিক হয় আর আমরা আয়োজনের অধিকার পাই, তাহলে এখানেই (ভারত) আমরা আয়োজন করব।"