Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নাকি পাড়ার 'গলি ক্রিকেট' ম্যাচ ধরতে পারবেন না! ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের সিরিজের নির্ণায়ক ম্যাচে আলজারি জোসেফ যা করলেন তা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। মতের অমিল হলেই পাড়া ক্রিকেটে কিছু খেলোয়াড় না খেলার জেদ নিয়ে বেরিয়ে যান। কিন্তু এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটেও যে সম্ভব তা কেউ এতোদিন ভাবতেও পারেননি! জোসেফের সৌজন্যে সেই ঘটনাও সম্ভব হল। কিন্তু ঠিক কী হয়েছিল?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের ওভালে চলছিল সেই ম্যাচ। প্রসঙ্গত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল এই সিরিজের। ফলে এই ম্যাচের উপর নির্ভর করেছিল সিরিজের ভাগ্য। টসে জিতে প্রথমে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের ব্যাটিংয়ের মাত্র চার ওভারেই ঘটে সেই ঘটনা।
৪ ওভারে ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে করেছে ১০ রান। বল করতে আসেন জোসেফ, সামনে জর্ডান কক্স। ওভারের শুরুতেই দেখা যায়, জোসেফের সঙ্গে অধিনায়ক হোপকে দীর্ঘ কথাবার্তা বলতে। মূলত ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করেন তাঁরা।
???? 10 FIELDERS ON THE FIELD. ????
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 7, 2024
- Alzarri Joseph was angry with the field settings, bowls an over, takes a wicket and leaves the field for an over due to which WI were with just 10 fielders. ???? pic.twitter.com/ZN44XxG8Uk
জোসেফের বলে কক্স একটি চার মারতেই রেগে যান তিনি। যদিও কক্সকে আউটও করেন জোসেফ। তবে ওভার শেষ হতেই মাঠ ছেড়ে ডাগ আউটে চলে যান জোসেফ। অধিনায়ক হোপের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ কোচিং স্টাফেরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও ১ ওভার তিনি মাঠে নামেননি তিনি। ফলে একটি ওভার ১০ জনে খেলতে বাধ্য হয় ওয়েস্ট ইন্ডিজ। যদিও তার পরের ওভারে আবার মাঠে ফিরে আসেন জোসেফ, কিন্তু তাঁর চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যায়। ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের সঙ্গে মনোমালিন্যে মাঠ ছাড়ার ঘটনা বিরল।