এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ায় কোনও দেশ সিরিজ খেলতে এলে শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা খেলেন না, তাদের লড়তে হয় সেই দেশের সংবাদমাধ্যমের সাথে। চলতি বর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের সাথেও মানসিক খেলা শুরু করেছে অজি মিডিয়া। সে মেলবোর্ন বিমানবন্দরে বিরাট কোহলির সন্তানদের ছবি তোলা হোক বা শনিবার রবীন্দ্র জাদেজার হিন্দি বলা নিয়ে তোপ দাগা - ভারতীয় খেলোয়াড়দের উপর মানসিক চাপ দেওয়ার নোংরা খেলা খেলছে অজি মিডিয়া।
শনিবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে অনুশীলনের পর ভারতীয় মিডিয়ার সাথে সাক্ষাৎকার করানো হয় ব্রিসবেন টেস্টের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজার। সেখানে তিনি হিন্দিতে সকল প্রশ্নের উত্তর দেন। তবে সময় কম থাকায় সকলের প্রশ্নের উত্তর দিতে পারেননি, সাড়ে আট মিনিটেই শেষ হয় সাংবাদিক বৈঠক।
সেই সাংবাদিক বৈঠকে শেষের দিকে উপস্থিত হয় অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যম, যদিও তাদের থাকার কথা ছিল না এদিন। তারা এসে জাদেজার হিন্দি বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তাদের দাবি, জাদেজা ইচ্ছাকৃতভাবে অজি মিডিয়াকে অবজ্ঞা করেছেন। যদিও টিম ইন্ডিয়ার মিডিয়া ম্যানেজার তাদের বোঝান যে এদিনের সাংবাদিক বৈঠক শুধুমাত্র ভারতীয় মিডিয়ার জন্য থাকায় জাদেজা হিন্দিতে উত্তর দিয়েছেন।