এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। এবার প্রশ্ন হল, তার পরিবর্তে স্থায়ীভাবে দায়িত্ব সামলাবে কে? এর জন্য আগামী ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভার ডাক দিয়েছে বিসিসিআই। সেখানে নতুন সচিবকে নির্বাচিত করা হবে।
শুধু জয় শাহ নন, সম্প্রতি বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলার সদ্য নির্বাচিত মহারাষ্ট্র সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যার ফলে ১২ জানুয়ারির সেই সভায় সচিবের পাশাপাশি নতুন কোষাধ্যক্ষও নির্বাচিত করা হবে।
সুপ্রিম কোর্ট দ্বারা অনুমোদিত লোধা কমিটির নিয়ম অনুযায়ী, বিসিসিআইয়ের কোনও কর্তা দুটি পদে এক সাথে থাকতে পারবেন না। যার ফলে এক বছর সময় থাকলেও বিসিসিআই সচিবের দায়িত্ব ছাড়তে হয়েছে জয় শাহকে। অন্যদিকে লোধা কমিটির সুপারিশ অনুযায়ী কোনও মন্ত্রী বা সমাজসেবী বিসিসিআইয়ের কর্মসমিতিতে থাকতে পারবেন না। যার ফলে দায়িত্ব ছাড়তে হয় আশিস শেলারকে।
বর্তমানে অস্থায়ী সচিব হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব সামলাচ্ছেন আসামের দেবাজিত সাইকিয়া। যদিও কোষাধ্যক্ষের পদ এখনও ফাঁকাই রয়েছে।