এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। তার জন্য মেলবোর্ন জোরদার প্রস্তুতি সারছে ভারতীয় দল। কিন্তু সেই অনুশীলন চলাকালীনই ঘটল ভয় ধরানো ঘটনা।
নেট সেশনে ব্যাটিং করার সময়ে হাতে লাগে ফর্মে থাকা ওপেনার কেএল রাহুলের। প্রচন্ড ব্যাথা পেয়ে কাতরাতে থাকেন রাহুল। সঙ্গে সঙ্গে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করেন।
KL Rahul suffered a blow on his right hand during the nets session at the MCG ????#KLRahul #Indiancricket #AUSvIND #Tests #BGT #MCG #Insidesport #CricketTwitter pic.twitter.com/sPy38ArvZS
— InsideSport (@InsideSportIND) December 21, 2024
যদিও আশার কথা শোনা যাচ্ছে, রাহুলের চোট ততটা গুরুতর নয়। কারণ চিকিৎসার পর তিনি আবারও ব্যাটিং শুরু করেন। বলা বাহুল্য, চলতি সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝেও ভালো ব্যাটিং করছেন রাহুল। যার জন্য নিজের ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।