এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ স্বপ্ন দেখাচ্ছেন অস্কার ব্রুজো। হাজার হাজার লাল হলুদ সমর্থককে আরও একবার স্বপ্ন দেখাচ্ছেন আইএসএলের সুপার সিক্সের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর শনিবার ঘরের মাঠে খালিদ জামিলের জামশেদপুরকে ১-০ ফলাফলে পরাজিত করল ইস্টবেঙ্গল।
পাঞ্জাব ম্যাচের পর এদিনও মাঝমাঠে আনোয়ার আলিকে রেখে দল সাজান অস্কার ব্রুজো তবে গত ম্যাচের সেরা ফুটবলার ডেভিডের পরিবর্তে প্রথম একাদশে ফেরেন দিমিত্রিওস দিয়ামান্তাকোস। বিষ্ণুকেও প্রথম থেকে সুযোগ দেওয়া হয়। এবং বিষ্ণু বুঝিয়ে দিলেন কেন তাঁর উপর ভরসা রাখছেন কোচ অস্কার। ম্যাচের সেরাও নির্বাচিত হন বিষ্ণু।
তবে সল-তালাল হীন ইস্টবেঙ্গল শেষ দুই ম্যাচে আক্রমণ ভাগে অনেকাংশেই উন্নতি করেছে। বিশেষত ক্লেইটন সিলভা ফেরার পর ইস্টবেঙ্গলের প্রতিআক্রমণ আরও শক্তিশালী হয়েছে।
জামশেদপুরের বিরুদ্ধে প্রথমার্ধেই দুই বা তিন গোলে এগিয়ে যেতে পারতো ইস্টবেঙ্গল। ক্লেইটন সিলভার শট অসামান্য দক্ষতায় বাঁচিয়ে দেন জামশেদপুর গোলরক্ষক, ফিরতি বলে আনোয়ারের দুরপাল্লার শট পোস্টে লেগে প্রতিহত হয়। নন্দকুমার গোলরক্ষককে একা পেয়েও মিস করেন। এছাড়াও একাধিক গোলমুখী আক্রমণ সৃষ্টি করেও প্রথমার্ধে গোলের রাস্তা খুলতে পারেননি দিয়ামান্তাকোস, বিষ্ণু, ক্লেইটনরা। অন্যদিকে প্রাক্তন লাল-হলুদ ফুটবলার জাভিয়ের সিভেরিও সহজ দুটি সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ শেষ হয় ০-০ ফলাফলে।
দ্বিতীয়ার্ধেও একাধিক গোলের সুযোগ নষ্ট করেন দিয়ামান্তাকোস, নন্দরা। তবে অবশেষে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় ইস্টবেঙ্গল। ক্লেইটন সিলভার পাস থেকে বক্সের ভিতর মাইনাস করেন নন্দকুমার। ডামি রান দিয়ে ডিফেন্ডারদের বিভ্রান্ত করেন বিষ্ণু। গোল করতে ভোলেননি দিয়ামান্তাকোস।
এরপরেও ব্যবধান বাড়াতে পারতো ইস্টবেঙ্গল। তবে গোলের সুযোগ নষ্টের কারণে সেই সুযোগ হাতছাড়া করে অস্কার ব্রুজোর ফুটবলাররা। ১-০ গোলে জয়ী লাল হলুদ ব্রিগেড।