পহেলগাঁওয়ে নিহতদের শ্রদ্ধায় বুধবারের আইপিএল ম্যাচে এই তিন সিদ্ধান্ত বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি আক্রমণে নিহত হয়েছেন ২৬ জন, রয়েছেন বাংলার তিনজন। এমন নিন্দাজনক ঘটনায় শোক প্রকাশ করেছে বিসিসিআই সহ ভারতীয় ক্রিকেটাররাও। এবার বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য এই তিন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রথমত, এই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলবেন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করা হবে। দ্বিতীয়ত, এই ম্যাচে কোনও চিয়ারলিডার থাকবেন না। সাধারণত ব্যাটাররা বাউন্ডারি মারলে বা বোলাররা উইকেট নিলে চিয়ারলিডাররা উল্লাসে নাচেন, কিন্তু এই ম্যাচে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে চিয়ারলিডার থাকবে না।
আর তৃতীয়ত, এই ম্যাচে আলো বা বাজির প্রদর্শনী হবে না। সাধারণত দেখা যায়, দুই ইনিংসের মাঝে আলোর খেলা বা ম্যাচ শেষে বাজির রোশনাইয়ের আয়োজন করা হয়। কিন্তু জঙ্গি হামলার শোকে এই ম্যাচে সে সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।