এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএল শুরুর আগেই এক চাঞ্চল্যকর খবর। পুলিশের জালে জড়ালেন আইপিএল খেলা ক্রিকেটার মৃনাঙ্ক সিংহ। কে এই মৃনাঙ্ক? কি ছিল তার কাণ্ডকারখানা? চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন - সেঞ্চুরিয়নে কঠিন পরিস্থিতির মাঝেও খুদে ভক্তকে খুশি করলেন বিরাট কোহলি
দিল্লির পুলিশ জানিয়েছে, অতীতে ক্রিকেট জীবনে যুক্ত থাকলেও পরে প্রতারণার খেলায় মেতে ওঠেন এই মৃনাঙ্ক। বিলাসবহুল জীবন যাপন করতে ভালবাসতেন তিনি। সারারাত ধরে বন্ধুদের নিয়েও পার্টি করতেন।
বছর দুয়েক আগে ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থের বিরাট প্রতারণা করেছিলেন এই ক্রিকেটার। একটি ঘড়ি বিক্রির নামে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেন মৃনাঙ্ক। তিনি রিশবকে বলেছিলেন যে তিনি ঘড়ির ব্যবসা করেন। দেড় কোটি টাকার চেক বাউন্স করে তিনি বেপাত্তা হয়ে যান। পন্থের সঙ্গে প্রতারণা ছাড়াও তাজ হোটেলের মত বিলাসবহুল অনেক হোটেলে থাকা সত্ত্বেও সেখানকার বিল মেটাননি এই ক্রিকেটার।
আরও পড়ুন - আম্পায়ারের জন্য স্থগিত হল অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট!
দিল্লি পুলিশে এ.ডি.এস.পি রবিকান্ত কুমার জানিয়েছেন তাজ হোটেলে গিয়ে তিনি বলেছিলেন তিনি একজন বিখ্যাত ক্রিকেটার। হোটেলে তিনি এও বলেছিলেন যে আমেরিকার একটি স্পন্সরের সংস্থা তার থাকা খাওয়ার যাবতীয় খরচের ভার নেবে। সেখানে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকার বিল হয়। ভুয়ো পাসপোর্ট আইডি কার্ড দিয়েছিলেন তিনি।
পরে হোটেল এবং পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করতে শুরু করলে তিনি বলেন যে গাড়ি চালকের হাত দিয়ে তিনি দু লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। সেটাও ভুয়ো ছিল। আরো দু তিন হোটেলে তিনি কর্ণাটকের আইপিএস অফিসার বলে নিজেকে দাবি করেছিলেন।
আরও পড়ুন - আইপিএল নিলামে বড় অর্থ পেয়ে বাবা-মায়ের জন্য বাড়ি কিনতে চান এই ক্রিকেটার
তার পরিবারকে জানানো হলে তার বাবা হাজিরা দিয়ে জানান, মৃনাঙ্ককে তারা ত্যাজ্য পুত্র করে দিয়েছেন। এরপর আস্তে আস্তে তার ব্যাঙ্ক সিজ করে দেওয়া হয় এবং সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। পরিবারের লোকদেরও তিনি দুবাইতে আছেন বলে সবার চোখে ধুলো দেন নিজের অবস্থান পাল্টে পাল্টে।
অবশেষে তাকে হংকংয়ে ধরেছে পুলিশ। তখনও নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দেন মৃগাঙ্ক। কিন্তু কোনও ছলনায় আর কাজ দেয়নি।
আরও পড়ুন - আসন্ন ভারত- আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত?
তদন্তকারীরা জানিয়েছেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মৃনাঙ্ক। রাজস্থানের একটি কলেজ থেকে এমবিএ করেন। হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন।