এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আসন্ন আইপিএলের নিলামে উপস্থিত থাকতে চলেছেন ভারতীয় ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়ার এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তার সাক্ষাৎকার। বর্তমানে দুবাইয়ে আছেন তিনি।
আরও পড়ুন- টি-টোয়েন্টি লিগে ব্যান হলেন আফগান তারকা ক্রিকেটার
আশা করে যাচ্ছে ২০২৪ এ অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। তবে তার ফিটনেসের দিকে নজর রেখে তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এমনটাই সূত্রের খবর। বেশ কিছু মাস আগে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। এখন তিনি অনেকটাই সুস্থ হলেও মার্চের শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থা দেখে তবেই খেলানো যাবে তাকে।
আইপিএল এর ইতিহাসে এই প্রথম দলের কোন অধিনায়ক থাকতে চলেছেন। সঙ্গে থাকছেন দলের কোচ রিকি পন্টিং এবং দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি। এনাদের সঙ্গেই প্ল্যানিং কমিটিতে কিংবা সিদ্ধান্ত নেওয়াতে দেখা যাবে পন্থ কে। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দিল্লির অধিনায়কত্ব কাঁধে নেবেন কিনা বা খেলবেন কিনা তা জানতে মুখিয়ে ক্রিকেট মহল।
এছাড়াও শোনা যাচ্ছে যে, আইপিএল নিলামে দেখা যাবে সদ্য নির্বাচিত কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর গৌতম গম্ভীরকে। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের নিলাম টেবিলে দেখা যাবে আকাশ আম্বানিকে। পাঞ্জাবের নিলাম টেবিলে দেখা যেতে পারে নেস ওয়াদিয়াকে। নাইট রাইডার্স মালিক জয় মেহতাকেও দেখা যাবে। এছাড়াও অনেক ফ্রাঞ্চাইজির মালিক থাকবেন ২০২৪ আইপিএল নিলামে।