এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওমানে হওয়া টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে বড়সড় চমক দিয়েছে স্কটল্যান্ড। এই রাউন্ডের অন্যতম ফেভারিট তথা আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা বাংলাদেশকে ছয় রানে হারায় স্কটিশরা।
আর এই জয়ে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডার ক্রিস গ্রিভস। এক সময়ে যখন স্কটল্যান্ড সংকটে পড়েছিল, তখন ব্যাট হাতে ২৮ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্রিভস। আর বোলিংয়ে নিজের লেগস্পিনের মাধ্যমে তুলে নেন বাংলাদেশের দুই সেরা উইকেট শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের উইকেট।
কিন্তু ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কিংবা শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা, এমনকি বাংলাদেশের মত ক্রিকেট প্রাচুর্যে মোড়া দেশ নয় স্কটল্যান্ড। যেহেতু বছরের খুব কম সময়েই ক্রিকেট খেলে থাকে এই অ্যাসোসিয়েট দেশগুলি, ফলে অর্থ যোগানের খাতিরে অন্যান্য কাজও করে থাকেন ক্রিকেটাররা।
আর এমনই অন্যান্য কাজ করেন ক্রিস গ্রিভস। জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের হয়ে জিনিসপত্র ডেলিভার করেন গ্রিভস। আর এর জেরে স্কটল্যান্ডের বাড়িতে বাড়িতে বেশ চেনা মুখ হতে পারেন গ্রিভস।
আর বাংলাদেশ ম্যাচের পর গ্রিভসের এই কাজের কথা তুলে ধরেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার। তিনি বলেছেন, "গ্রিভসের জন্য গর্বিত, ওকে অনেক আত্মসমর্পণ করতে হয়েছে। বেশি দিন হয়নি ও অ্যামাজনে জিনিস ডেলিভার করত, আর এখন বাংলাদেশের বিরুদ্ধে খেলে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার পাচ্ছে।"
বলা ভালো, এটি গ্রিভসের কেবল দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। সপ্তম উইকেটে মার্ক ওয়াটের সাথে ৫১ রানের পার্টনারশিপ গড়ে স্কটল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন গ্রিভস। আর তারপর বাকিটা ইতিহাস।