এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: যেন একদমই অবিকল বোলিং অ্যাকশন। তরুণ শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারার বোলিং অ্যাকশন যেন পুরো শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার মত।
আগামী ২০২৪ এর আইপিএল নিলামে এই জুনিয়র লাসিথ মালিঙ্গা অর্থাৎ নুয়ান থুসারা কে ৪.৮০ কোটি টাকার বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে দলে নেওয়ার জন্য নিলামের লড়াইয়ে দৌড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও।
থুসারার বোলিং অ্যাকশন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। কেউ বলছেন দ্বিতীয় লাসিথ মালিঙ্গা আবার কেউ বলছেন শ্রীলঙ্কার পেস বোলিং এর ভবিষ্যৎ।
আরও পড়ুন- নিলামের রেকর্ড ভেঙে ২৪.৭৫ কোটি টাকায় কেকেআরে মিচেল স্টার্ক
সোশ্যাল মিডিয়ায় আবার অনেকে বলেছেন যে থুসারা, মালিঙ্গাকে নকল করে বল করছেন। এই কথার সাথে একেবারেই একমত নন নুয়ান স্বয়ং। তিনি ছোটবেলায় বন্ধুর সাথে টেপ বোলিং অনুশীলন করার সময়ই তাঁর এমন বোলিং অ্যাকশন হয়ে যায়। খেলতে খেলতেই তিনি কলম্বোতে চলে আসেন। কলম্বো ক্রিকেট ক্লাবে যোগদানের আগে থুসারা সিনহালিজ ক্রিকেট ক্লাবে প্রথম খেলেন।
থুসারা আন্তর্জাতিক ক্রিকেটে মোট পাঁচবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি সুইং বোলিংয়ে যথেষ্ট দক্ষ এবং প্রয়োজন মত পাঠিরানার মত ইয়র্কার বল করতে পারেন।
আরও পড়ুন- কেকেআরের নতুন সদস্যরা: এক নজরে
২৯ বছর বয়সী এই তরুণ পেসার এবছর শ্রীলঙ্কার হয়েও খেলেছেন। বিশ্বকাপের আগে, তিনি এশিয়ান গেমসে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করে চার উইকেট নেন (৩-০-১৭-৪)। এই বছর শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের প্রতিনিধিত্ব করেছেন থুশারা। তিনি ৮.১৫ ইকোনমি রেটে ১১ টি উইকেট নিয়েছেন।
থুসারা এখন অনেকটাই অনভিজ্ঞ হলেও তার যথেষ্ট প্রতিভা আছে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে বোলিং কোচ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন লসিথ মালিঙ্গা স্বয়ং। সেইক্ষেত্রে থুসারার প্রতিভাকে অনেকটাই কাজে লাগানো যাবে বলে মনে করা হচ্ছে।