কেন সুনীল ছেত্রীকে জাতীয় দলে ফিরিয়ে আনলেন? জবাব দিলেন মানোলো মার্কেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মাসে মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে অবসর ভেঙে ফিরেছেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড সুনীল ছেত্রী। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ভারতীয় ফুটবলমহলে। পরে জানা গিয়েছে, জাতীয় দলের হেড কোচ মানোলো মার্কেজের আবেদনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সুনীল।
কিন্তু কেন ফের সুনীলকে জাতীয় দলে ডাকলেন মানোলো? এই নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "এই ম্যাচগুলোতে আমাদের জিততে অবশ্যই গোল করতে হবে। যে চারটি ম্যাচ আমার প্রশিক্ষণে ভারতীয় দল খেলেছে, তাতে মাত্র দুইটি গোল করেছি। এবারের আইএসএলে সুনীলই সর্বোচ্চ গোলদাতা, তারপরে রয়েছে তরুণ ব্রাইসন ফার্নান্ডেজ ও ডিফেন্ডার শুভাশিস বসু। মনে রাখতে হবে এটি জাতীয় দল এবং এখানে এমন খেলোয়াড় প্রয়োজন, যারা ভালো ফর্মের মধ্যে রয়েছে।"
এদিকে তরুণ ফুটবলারদের উত্তরণের পাশাপাশি দলের সাফল্যও চাইছেন মানোলো, যার কারণে সুনীলকে এই দলে আনা। এই নিয়ে মানোলো বলেছেন, "আমি সব সময় বলে এসেছি যে জাতীয় দলে খেলা ফুটবলাররা সব সময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু তার সাথে জাতীয় দলকে ভালো খেলতে হবে। এবারের আইএসএলে দেখা গিয়েছে, সুনীলই সেরা ভারতীয় স্ট্রাইকার। ফলে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে বলে আমার মনে হয় না।"