মোহনবাগান ক্লাবকে আইএসএলের শিল্ড জয়ের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রেকর্ড সংখ্যক পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। আরও একবার ভারত সেরা হল সবুজ-মেরুণ ব্রিগেড। আর তারই শুভেচ্ছা জানাতে মোহনবাগান ক্লাবে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সেই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আরও একবার আইএসএল লিগ শিল্ড জয় করলো আমাদের প্রিয় মোহনবাগান ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম কোনও দল পরপর দুবার এই কৃতিত্ব অর্জন করার অনন্য নজির স্থাপন করল। বাংলাকে আবার ভারত সেরা করার জন্য ক্লাবের সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, কর্মকর্তা এবং অসংখ্য সমর্থক-অনুরাগীকে আমি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।"